Wednesday, 8 March 2023

প্রেমে লম্বা ইনিংসের প্ল্যান? কাজে আসবে এই ৫ পরামর্শ!

প্রেমে লম্বা ইনিংসের প্ল্যান? কাজে আসবে এই ৫ পরামর্শ!

কারণে অকারণেই মানুষ প্রেমে পড়েন। কিন্তু প্রেমে একবার পড়ে গেলে ঠিক কোন দিকে সাঁতার কাটা উচিত তা অনেকে ঠিক করে উঠতে পারেন না। ফলে কয়েকটা ইনিংস খেলার পর অনেকেই যেমন ময়দান ছেড়ে বিদায় নেন, তেমন অনেকেই স্থায়ী ঠিকানা করে ফেলেন ওই ব্যাট-বল জুটিকেই

সঙ্গীকেও সময় দিন

প্রেমের ফাঁদে যখন পড়েছেন, তখন অন্যান্য কাজের সঙ্গে এই কাজটিকেও যুক্ত করে নিন। অর্থাৎ সঙ্গীকে সময় দেওয়া আপনার কাজ। কাজ শেষ হলে একবার সঙ্গীকে ফোন করে খবর নিতে পারেন। কিংবা ফোন করার সুযোগ না পেলে টেক্সট করুন। তিনি ঠিক সময়ে খেয়েছেন কিনা, শরীর ঠিক আছে কিনা, অফিসের কাজের চাপ কেমন, বাড়ি কখনি ফিরবেন এসব কেজো প্রশ্ন করুন।

ঘুরতে যান মাঝেমধ্যে

সময় পেলেই বেরিয়ে পড়ুন। উইকেন্ডে লংড্রাইভ কিংবা কোনও কফি শপে বসে এক কাপ কফি খেয়ে আসুন। এতেও কিন্তু শক্তিশালী হয় সম্পর্কের বন্ধন। দু একদিনের জন্য কোথাো গিয়ে নিভৃতে ছুটি কাটিয়ে আসতে পারেন। এতে আরও বেশি একে অপরকে বুঝতে পারবেন। চিনতে পারবেন। সিদ্ধান্ত নিতে সুবিধে হবে।

সঙ্গীর কথা শুনুন

দুজনের মধ্যে যখন কেউ কথা বলবে অপরজন তা মন দিয়ে শুনুন। ওই সময়ে ফোন ঘাঁটবেন না কিংবা তাঁর কথার কোনও গুরুত্ব নেই এরকমটা মনে করবেন না। শুনু, প্রয়োজনে পরামর্শ দিন। সঙ্গী কী বলতে চাইছেন তাও আপনাকে বুঝতে হবে। যে কোনও সম্পর্কেই ধৈর্য্যের প্রয়োজন। সেই দিকে যেন কোনও খামতি না থাকে।


মত বিরোধ হলে চেপে রাখবেন না

কোনও কারণে দুজনের মধ্যে কোনও সমস্যা হলে চেপে রাখবেন না। এতে একে অপরের প্রতি অবিশ্বাস জন্মাবে। ভরসার জায়গাও নষ্ট হবে। ভুল বোাবুঝি তো হবেই। তাই কোনও সমস্যা হলে ফোনে তা না মিটিয়ে সামনা সামনি মেটান। এতে বরং সম্পর্ক থাকবে সুস্থ। রাগ হলে মাথা গরম করে কথা নয়। কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবুন। তারপর কথা বলুন। অহেতুক কিন্তু কেউ কাউকে অপমান করবেন না।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।
#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব, #ফাইমোসিস #প্যারাফাইমোসিস #সিফিলিস, #গনোরিয়া, #একশিরা এবং #অর্শ প্রভৃতিসহ যেকোনো যৌন বা গুপ্ত সমস্যার আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com

No comments:

Post a Comment