Thursday, 3 June 2021

গরমকালে ও মিলনের আনন্দ যেন না কমে!

গরমকালে মিলনের আনন্দ যেন না কমে!

এবার গরমেও যৌন মিলনের আনন্দ কমবে না একটুও, বরং বাড়বে! তবে তার জন্য এই টিপসগুলি মেনে চলতে হবে, তাহলেই দেখবেন হট হট গরমেও শরীরের উষ্ণতা পৌঁছে যাবে চরমে।

১. আগুন লাগুক জলে:

গরমে ভালোবাসার তেজ কি ঠান্ডা হয়ে গেছে? তাহলে দুজনে মিলে বাথটবে শরীর ভাসিয়ে দিতে দেরি করবেন না যেন!

২. ইচ্ছা হলে সুইমিং পুলেও শরীর ভাসিয়ে দিতে পারেন:
সবার পক্ষে এমনটা করা হয়তো সম্ভব নয়। কিন্তু যদি করতে পারেন, তাহলে সেই অনুভূতি যে একেবারে অন্যরকমের হবে, তা হলফ করে বলতে পারি।
৩. শাওয়ার বাথের মজাও কিন্তু কম নয়:
প্রচন্ড তাপ প্রবাহের মাঝেও শারীরিক মিলনের মজাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চান? তাহলে প্রায় দিনই ভালোবাসার মানুষটির সঙ্গে একসঙ্গে স্নান করতে ভুলবেন না যেন!

৪. বরফের স্পর্শ:
শহরের উষ্ণতম দিনেও ভালোবাসার মাদকতা একটুও না কমুক, এমনটা যদি চান, তাহলে যৌন মিলনের আগে কয়েক টুকরো বরফ নিয়ে আলতো করে পার্টনারের সারা শরীরে ছোঁয়ান।
৫. এক গ্লাস মকটেল হয়ে যাক!
পার্টনার অফিস থেকে ফেরা মাত্রই এক গ্লাস মকটেল সার্ভ করুন। সম্ভব হলে তাতে কয়েকটা পুদিনা পাতা ফেলে দিন।
 ৬. এসির কোনও বিকল্প নেই:
টেম্পারেচার একদম কমিয়ে দিয়ে এসির ঠিক সামনেই বেডটা নিয়ে আসুন। আসলে কি জানেন ঠান্ডায় জমে গিয়ে সেক্স করার অনুভূতিটাই আলাদা। 

No comments:

Post a Comment