Friday, 20 January 2023

পুরুষ শরীরে টেস্টোস্টেরন কমলে দুর্বল হয় দাম্পত্য! দ্রুত জেনে নিন লক্ষণ-

পুরুষ শরীরে টেস্টোস্টেরন কমলে দুর্বল হয় দাম্পত্য! দ্রুত জেনে নিন লক্ষণ-

পুরুষ শরীরে টেস্টোস্টেরন হরমোন খুবই প্রয়োজন। এবার এই হরমোন শরীরে বেশি থাকলে অনেক সমস্যার হয়ে যেতে পারে সমাধান। স্পার্ম তৈরি, সেক্সুয়াল ক্ষমতা ঠিক রাখা, পেশি ও হাড়ের বৃদ্ধির জন্যও প্রয়োজন হয় টেস্টোস্টেরন হরমোন। এছাড়া দেখা গিয়েছে পুরুষের গলার ভয়েস ও চুলের বৃদ্ধির ক্ষেত্রেও এই হরমোন প্রয়োজন।

দেখা গিয়েছে যে ৩০ বছর বয়সের পর অনেকের কমে যেতে থাকে টেস্টোস্টেরন হরমোন। তবে এটা কমলে শরীরে অনেক লক্ষণ দেখা যায়। আসুন জানা যাক-

১. ওজন বেড়ে যায় টেস্টোস্টেরন কমলে -

এটা জানা যায় না কেন টেস্টোস্টেরন শরীরে কম থাকলে ওজন বেড়ে যায়। তবে দেখা গিয়েছে যে টেস্টোস্টেরন কমলে শরীরের ওজন বাড়ে। তাই সতর্ক হয়ে যান।

২. মাসল কমে -

এই হরমোনে শরীরের পেশি তৈরিতে সাহায্য করে। তবে দেখা গিয়েছে যে টেস্টোস্টেরন শরীরে কম থাকলে পেশি দুর্বল হয়ে যায়। এমনকী যেই পুরুষের চেহারায় পুরুষালি ভাব ছিল, তাও কমতে থাকে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে।

৩. ক্লান্তি -

অনেক সময় দেখা যায় টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ পুরুষ শরীরে কমলে ক্লান্তি আসে। এক্ষেত্রে খুব সহজেই পুরুষ ক্লান্ত হয়ে যান। তাই এই বিষয়টা মাথায় রাখতেই হবে। তবেই ভালো থাকতে পারবেন।

৪. যৌনক্ষমতা কমে টেস্টেস্টেরন কমলে-

আসলে টেস্টোস্টেরন হরমোন পুরুষের যৌনক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে দেখা গিয়েছে যে এই হরমোনের পরিমাণ শরীরে কমলে যৌন ইচ্ছে কমে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে।

বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে এর থেকে স্থায়ী চিকিৎসা পেতে ,  আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।
#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব, #ফাইমোসিস #প্যারাফাইমোসিস #সিফিলিস, #গনোরিয়া, #একশিরা এবং #অর্শ প্রভৃতিসহ যেকোনো যৌন বা গুপ্ত সমস্যার আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com

No comments:

Post a Comment