যৌন জীবনকে 'স্পাইসি' করার ৫টি টিপস -
যৌন সম্পর্ক। শব্দটার অর্থ শুধুই দুটো শরীরের সম্পর্ক নয়। এই সম্পর্কে মনেরও একটা ভূমিকা থাকে। আর এই যৌন সম্পর্কে যখন শরীরের সঙ্গে জুড়ে যায় মন তখনই সেটা হয় 'লাভ মেকিং'। পছন্দের মানুষটির সঙ্গে এই 'লাভ মেকিং'কে আরও কিছুটা সুন্দর করতে জেনে নিন কিছু টিপস।
লাভ মেকিংয়ের ৫টি টিপসঃ-
১. আওয়াজ করা:- যৌন সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হল আওয়াজ। কিন্তু বেশিরভাগ মানুষই এই আওয়াজ বাইরে আসতে দিতে চান না। অনেকে ভাবেন এতে তাঁর পার্টনার কী ভাববেন। অনেকের মনে হয় হয়ত বাইরের লোক শুনতে পাচ্ছে। কিন্তু এসব না ভেবে আওয়াজ বাইরে আসতে দিন। এতে যৌন সম্পর্ক অনেক স্বতঃস্ফূর্ত হয়।
২. নতুন এক্সপেরিমেন্ট:- যৌন সম্পর্ক নিয়ে নানা লোকের নানারকম কল্পনা থাকে। কিন্তু বিছানায় আর সবসময় সে ইচ্ছার কথা পার্টনারকে জানানো হয়ে ওঠে না। সঙ্গীর সঙ্গে শেয়ার করুন আপনার ইচ্ছা। মাঝে মাঝেই করুন 'ট্রাই' করুন নতুন নতুন পোজ। এইসব রোমাঞ্চ সেক্স লাইফকে করবে আরও 'স্পাইসি'।
৩. কথা বলা:- সেক্স করার সময় চুপচাপ না থেকে সঙ্গীর সঙ্গে কথা বলুন। সেই মূহুর্তে যা কিছু মনে আসে তা মনের ভেতর জমিয়ে না রেখে বলে ফেলুন।
৪. নাম ধরে ডাকা:- একজন মানুষ তাঁর পার্টনারকে সবসময়ই নাম ধরে ডাকে। কিন্তু বিছানায় সেই ডাকটা একটু পাল্টে ফেলুন। সেক্স করার সময় সঙ্গীর কাছ থেকে ক্রমাগত প্যাশনটলি নিজের নাম শুনলে তাতে শুধু উত্তেজনাই বাড়ে না, আরও বেশি করে দু'জন দু'জনের মধ্যে ডুবে যেতে পারেন।
৫. দিস ইজ পারফেক্ট:- দু'জন মানুষ যখন 'লাভ মেকিং' করেন তখন তার সঙ্গে দু'জনেরই পছন্দ অপছন্দ জড়িয়ে থাকে। দু'জনেরই উচিত একে অপরের পছন্দকে গুরুত্ব দেওয়া।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।
#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব, #ফাইমোসিস #প্যারাফাইমোসিস #সিফিলিস, #গনোরিয়া, #একশিরা এবং #অর্শ প্রভৃতিসহ যেকোনো যৌন বা গুপ্ত সমস্যার আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com
No comments:
Post a Comment