সপ্তাহে কতবার হস্তমৈথুন নিরাপদ রাখে স্বাস্থ্য ?
হস্তমৈথুন বিষয়টি নিঃসন্দেহেই স্পর্শকাতর! শরীরের খুবই সংবেদনশীল অঙ্গের মাধ্যমে বিষয়টি সম্পাদন হয় বলে নয়, একই সঙ্গে মানসিক দিক থেকেও হস্তমৈথুন নানা ভাবে আমাদের প্রভাবিত করে থাকে। কখনও তা ইতিবাচক প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে, কখনও বা আবার ডেকে আনতে পারে অবাঞ্ছিত বিপদও!
হস্তমৈথুন বিষয়টি ব্যক্তিভেদে আলাদা আলাা হয়ে থাকে। অর্থাৎ কোন ব্যক্তি কী রকম সময় অন্তর হস্তমৈথুন করবেন, সেটা নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতা, যৌন উত্তেজনার ধরন এবং হস্তমৈথুন বিষয়টিকে তিনি কতটা ইতিবাচক ভাবে গ্রহণ করতে পেরেছেন সেই মানসিকতার উপরেও। তবে সামগ্রিক দিক থেকে হস্তমৈথুনকে কোনও ক্ষতিকর স্বভাব নয়।
হস্তমৈথুনের একাধিক শারীরিক উপকারিতার দিক রয়েছে। নিয়মিত হস্তমৈথুন মন প্রফুল্ল রাখে, প্রস্টেট সুস্থ রাখে, ক্লান্তি কমায়, ভালো ঘুমের সহায়ক হয়, এমনকি রোগপ্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। যে বা যাঁরা বয়ঃসন্ধি থেকে হস্তমৈথুনের মাধ্যমে নিজেদের আনন্দ দেননি, এমন অনেক পুরুষই পরবর্তীকালে যৌন উত্তেজনা এবং সেই সূত্রে পুরুষাঙ্গের বৃদ্ধিসংক্রান্ত সমস্যায় ভোগেন। কাজেই এই সব দিক বিচার করলে হস্তমৈথুন রুটিনে রাখলে লাভ বই ক্ষতি নেই।
তবে এই অভ্যাসের বশে যদি যৌনাঙ্গের ত্বক আহত হয়, যৌনাঙ্গে ব্যথা হয়, তাও নিজেকে দমন করা দুঃসাধ্য হয়ে পড়ে, একমাত্র তখনই চিন্তার কারণ রয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি গণ্ডির মধ্যে রয়েছেন কি না, সেটাই এক্ষেত্রে বিবেচ্য। আর হস্তমৈথুনের অভ্যাস যদি বাধ্যবাধ্যকতায় পরিণত হয়, অর্থাৎ যৌন উত্তেজনা না থাকলেও কেউ অভ্যাসের বশে বীর্যস্খলন করতে চান, সেক্ষেত্রেও বিষয়টিকে অস্বাভাবিক বলতে হবে।
একেকজনের ক্ষেত্রে একেকরকম চাহিদা থাকলেও চিকিৎসাবিজ্ঞান সপ্তাহে ৫ বার হস্তমৈথুন স্বাস্থ্যের পক্ষে জরুরি বলে সীমানা নির্দেশ করে দিয়েছে। তবে এটি ব্যক্তিভেদে আলাদা হতে পারে।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com
No comments:
Post a Comment