Tuesday, 25 July 2023

★ পুরুষত্বহীনতা (impotency) ★

★ পুরুষত্বহীনতা (impotency) ★
.
পুরুষত্বহীনতা (impotency) হলো পুরুষের যৌন সমস্যা। এক্ষেত্রে পুরুষের উপযুক্ত যৌন ক্ষমতার অভাব সৃষ্টি হয়। মোটামুটি দুই ধরনের পুরুষত্ব হীনতা দেখা যায়।

(১) যৌন উত্তেজনার পুরোপুরি অভাব,যৌন সংগম করার উপযোগী লিংগ সুদৃঢ় না হওয়া বুঝায়।

(২) লিংগ সুদৃঢ় হলেও, যৌন মিলনের অল্প সময়ের মধ্যেই পুরুষের বীর্যপাত হওয়া বুঝায়। যে কোনও বয়সে কিছু সংখক পুরুষ এই ধরনের কোনও প্রকারের পুরুষত্বহীনতার শিকার হয়। জৈবিক কিংবা মনস্তাত্বিক কারনে পুরুষত্বহীনতা দেখা দিতে পারে। তবে, পুরুষত্বহীনতায় আক্রান্ত অধিকাংশ পুরুষের বেলায় মনস্তাত্বিক কারনই বিশেষ ভাবে বিদ্যমান থাকে ।
.
কারনঃ
প্রথমতঃ
@ বাল্য জীবনের ভুল শিক্ষা।
@ যৌন আচরন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব      বা ক্ষতিকর ভুল তথ্য পরিবেশন।
@ অপরাধ বোধ।
@ অত্যধিক যৌন প্রতাশা।
@ যৌন - আচরনকে মন্দ হিসেবে চিহ্নিত করন।
@ প্রথম যৌন মিলনে ব্যর্থতা।
.
দ্বিতীয়তঃ
@ ভয়।
@ অস্থিরতা।
@ পুরুষত্বহীনতার আশংকা।
.
তৃতীয়তঃ
@ যৌন পাত্র পাত্রীর প্রতি যৌন
     আকর্ষণ ও ভালবাসার অভাব।
.
চতুর্থতঃ
@ যথেষ্ট যৌন কামনার অভাব।
@ যৌন ব্যাপারে অনীহা।
.
পঞ্চমতঃ
@ প্রচ্ছন্ন বা সক্রিয় সমকামীতার অভ্যাস বা           অন্য কোনও প্রকার যৌন - বিকৃতি।
.
চিকিৎসাঃ
পুরুষত্বহীন ব্যাক্তি যদি স্বক্রীয় ভাবে এই সব মনস্তাত্বিক বাধা দূর করতে সমর্থ হয়, তাহলে তার পুরুষত্বহীনতার সমস্যাও দূর হতে পারে। রোগী যদি নিজে নিজে এই সমস্যার সমাধান করতে না পারে, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জৈবিক ত্রুটি থাকলে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। এসব ব্যাপারে হাতুড়ে চিকিৎসকদের নিকট গেলে মারাত্বক ক্ষতি ও প্রতারিত হবার ভয় থাকে।
.

আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।

#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব, #ফাইমোসিস #প্যারাফাইমোসিস #সিফিলিস, #গনোরিয়া, #একশিরা এবং #অর্শ প্রভৃতিসহ যেকোনো যৌন বা গুপ্ত সমস্যার আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com

No comments:

Post a Comment