Monday, 17 July 2023

সঙ্গমে মুড নেই সঙ্গীর? আকৃষ্ট করতে মেনে চলুন এই টিপসগুলি-

সঙ্গমে মুড নেই সঙ্গীর? আকৃষ্ট করতে মেনে চলুন এই টিপসগুলি-

সঙ্গীর সঙ্গমে মন নেই। এমন অনেক সময়েই হয়। যা সম্পর্কে ফাটল ধরাতে পারে বা অন্যের প্রতি আকর্ষণ বাড়াতে পারে। এমন হলে সে বিষয়ে আগেই আলোকপাত করা প্রয়োজন। তবে, এমন যদি বিয়ের একদম পর পরই হয়, তা হলে তা নিয়ে চিন্তার কারণ নেই। কেন না, অনেকেরই বিয়ের পর পর সঙ্গমের ইচ্ছে থাকে না বা মেজাজ আসে না। ফলে এমনটা হয়ে থাকতে পারে। কিন্তু যদি এমন বার বার হয়, তা হলে সে নিয়ে ভাবা উচিৎ। বিশেষ করে যখন আপনি সঙ্গীর আকর্ষণ চাইছেন, তখন যদি তিনি এড়িয়ে যান, সে ক্ষেত্রে বেশ কয়েকটি টিপস মেনে চলা যেতে পারে।

১) নিজে থেকেই সঙ্গমের চেষ্টা - যদি দেখা যায় সঙ্গীর আকর্ষণ নেই সঙ্গমে, তা হলে তাঁর জন্য অপেক্ষা না করে নিজে থেকেই সঙ্গমের জন্য এগিয়ে যেতে হবে। এমনিতেই সব সময়ে তাঁর জন্য অপেক্ষা না করাই ভালো। এতে বিষয়টি একঘেয়ে হয়ে যেতে পারে।

২)  সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য আকৃষ্ট করা - সাধারণ ভাবে সঙ্গম তো হয়েই থাকে, কিন্তু মাঝে মাঝে তাকে একটু অন্যরকম করার জন্য বেশ কিছু কাজ করা যেতে পারে। সঙ্গীর মেজাজ পালটানোর জন্য বডি ম্যাসাজ করা যেতে পারে। বা কোনও আকৃষ্ট করার মতো পোশাকে সেজে তাঁর সামনে নিজেকে মেলে ধরা যেতে পারে।

৩) সঙ্গমের আগে সঙ্গীর সঙ্গে কথা বলে নেওয়া -  সঙ্গমের আগে আপনি কী চান বা বিষয়টি নিয়ে আপনার মনে কী আছে, সে বিষয়ে খোলাখুলি কথা বলে নেওয়া যেতে পারে সঙ্গীর সঙ্গে। এ ক্ষেত্রে তিনিও বুঝতে পারবেন, আপনি আদতে কী চাইছেন।

৪) পোশাকে পরিবর্তন আনা - দেখে যা ভালো লাগে, মানুষ তার প্রতিই বেশিরভাগ সময় আকৃষ্ট হয়। একঘেয়ে জিনিস কারোরই সে ভাবে ভালো লাগে না। তাই পোশাকে মাঝে মাঝে পরিবর্তন করা যেতে পারে। সঙ্গমের আগে, প্রতি দিনের মতো না সেজে মাঝে মাঝে হালকা মেক আপ বা বোল্ড পোশাকেও নিজেকে সাজিয়ে তোলা যেতে পারে।

৫) একসঙ্গে স্নান করা - একঘেয়েমি দূর করতে মাঝে মধ্যে একসঙ্গে স্নান করা যেতে পারে। স্নানের সময়েও সঙ্গীকে আকৃষ্ট করার চান্স পাওয়া যায়। যদি তা না হয়, সঙ্গীকে অন্তত উত্তেজিত করা যেতে পারে, যাতে তিনি পরবর্তীকালে নিজে থেকেই সঙ্গমে লিপ্ত হতে চান।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।

• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com 

No comments:

Post a Comment