প্রথমবার সঙ্গমের সময়ে এই চারটি কথা মাথায় রাখবেন
১. পর্নোগ্রাফির কথা ভুলে যেতে হবে - যাঁরা সঙ্গী সা সঙ্গিনীকে তৃপ্ত করার ব্যাপারে অসহায় বোধ করছেন, তাঁদের জন্য বিশেষ করে এই পরামর্শ। পর্নোগ্রাফি আর যৌনতাকে এক করে ভাবলে চলবে না। কেন না, পর্নোগ্রাফি একটা তৈরি করা জিনিস। অন্য দিকে, যৌনতা স্বতস্ফূর্ত।
২. লুব্রিকেন্টের ব্যবহার - প্রথমবার সঙ্গমের সময়ে ব্যথা পাওয়ার বা দেওয়ার আতঙ্ক অনেককেই অস্থির করে রাখে। এক্ষেত্রে লুব্রিকেন্টের ব্যবহার বাঞ্ছনীয়। তা যোনি বা পায়ুপথকে পিচ্ছিল করে শরীরে প্রবেশের মুহূর্তটি সুখকর করে তুলবে। তবে ব্যথা যে একেবারেই লাগবে না, তা কিন্তু নয়। প্রথম কয়েক মুহূর্তের সেই ব্যথা সঙ্গী বা সঙ্গিনীকে ঘন ঘন চুম্বন বা আদরের মাধ্যমে সহনীয় করে তুলতে হবে।
৩. সুরক্ষিত যৌনতা - প্রথমবার সঙ্গমের সময়ে সুরক্ষিত যৌনতার দিকটি মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কন্ডোমের ব্যবহার ভুললে চলবে না। তবে অনেকে অতিরিক্ত সুরক্ষার কথা মাথায় রেখে একটি কন্ডোমের উপরে আরেকটি কন্ডোম পরেন। যাকে ইংরেজিতে ডবল ব্যাগিং বলে। কিন্তু এই পদ্ধতি সুরক্ষা দেয় না। উল্টে ঘষা লেগে দু'টি কন্ডোমই ছিঁড়ে যেতে পারে। তাই ভালো গুণমানের একটি কন্ডোম ব্যবহার করাই যথেষ্ট।
৪. অতিরিক্ত সজাগ না থাকা - যৌনতা এবং তার অভিব্যক্তি স্বতস্ফূর্ত হওয়াটাই বাঞ্ছনীয়। এক্ষেত্রে কারও কাছে নিজের দক্ষতা প্রমাণের কোনও প্রশ্নই ওঠে না। তাই সজাগ না থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করা ঠিক হবে। পাশাপাশি, সঙ্গী বা সঙ্গিনী, কী চাইছেন, সেটা জেনে নিয়ে সেই মতো এগোনো যায়। একই সঙ্গে, নিজে কী চাইছেন, সেটাও অন্য পক্ষকে জানাতে হবে।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।
#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব, #ফাইমোসিস #প্যারাফাইমোসিস #সিফিলিস, #গনোরিয়া, #একশিরা এবং #অর্শ প্রভৃতিসহ যেকোনো যৌন বা গুপ্ত সমস্যার আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com
No comments:
Post a Comment