Sunday, 16 July 2023

সঙ্গমের জন্য সময় বের করাটাই সমস্যা? ক্লান্তি ঘিরে ধরে? কী করণীয় !?

সঙ্গমের জন্য সময় বের করাটাই সমস্যা? ক্লান্তি ঘিরে ধরে? কী করণীয় !?

সত্যি বলতে কী, এই সমস্যা ব্যক্তিবিশেষের একার নয়- বরং অনেকেরই! বর্তমানে সারা বিশ্ব জুড়েই দম্পতিদের অনেকে এই সমস্যার মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। জীবনযাপনের দৈনন্দিন ধরন তাঁদের এতটাই ক্লান্ত করে রাখে যে পরস্পরের প্রতি শারীরিক আকর্ষণেও তাঁরা সাড়া দিতে আলস্য বোধ করেন!

সমস্যাটা জটিল, কিন্তু তা কী ভাবে কাটিয়ে ওঠা যায়, তা দেখে নেওয়া যাক এক এক করে!

১. হতেই পারে, খুব সাধারণ একটা কিছু, যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছেন দম্পতির কোনও একজন বা দু'জনেই! এক্ষেত্রে সেটা একেবারে বন্ধ করে দেওয়া ঠিক হবে না। ওটা করতে মন চাইছে বলেই সোশ্যাল মিডিয়ায় সময় বাড়ছে। তাই সময়টা একটু কমিয়ে আনতে হবে। এর মাঝেই পরস্পরের কথায় সায় দেওয়া, কথা চালানো বজায় রাখতে হবে। তাতে একটা যোগাযোগ গড়ে উঠবে।

২. এই যোগাযোগকে এবার শারীরিক দিকে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে শুধু সঙ্গমের আগে নয়, বরং দিনের সবটা জুড়েই সঙ্গী/সঙ্গিনীর সাহচর্য কতটা কাম্য, সেটা পরস্পরকে বোঝাতে হবে। কাজের ফাঁকে একে অপরকে নানা উত্তেজক রসিকতা, ছবি, ভিডিও পাঠিয়ে এক্ষেত্রে সেক্সুয়াল টেনশন তৈরি করা যেতে পারে। পরিণামে বাড়ি ফিরে পরস্পরের শরীরে ডুব দেওয়ার ইচ্ছা সক্রিয় হবে।

৩. সরাসরি সঙ্গমে না গিয়ে পরস্পরকে সেনসুয়াল মাসাজের মাধ্যমেও প্রথম দিকে তৃপ্ত করা যায়। শুরুর দিকে তার মেয়াদ রাখা যায় ১৫ মিনিট। ধীরে ধীরে এর মেয়াদ যত বাড়বে, মৈথুনের জন্য মন তত বেশি করে আকৃষ্ট হবে।

৪. সঙ্গমের ধরনে পরিবর্তন আনতে পারলে ভালো হয়। একঘেয়েমি কাটলে নতুনত্ব আসবে এবং তা বার বার উপভোগ করার বাসনা জাগবে।

৫. সম্ভব হলে সঙ্গম শুধু দিনের শেষের জন্য বরাদ্দ না রেখে দিনের যে কোনও সময়ে, অর্থাৎ যখন মন চাইছে, তখনই শুরু করা যায়। এই স্বতস্ফূর্ততা পরস্পরের প্রতি টান বাড়াবে। তবে এই সবের কোনওটাই যদি কাজে না আসে, সেক্ষেত্রে কাউন্সিলরের পরামর্শ নেওয়াটা উচিৎ হবে।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।

#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব, #ফাইমোসিস #প্যারাফাইমোসিস #সিফিলিস, #গনোরিয়া, #একশিরা এবং #অর্শ প্রভৃতিসহ যেকোনো যৌন বা গুপ্ত সমস্যার আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com 

No comments:

Post a Comment